Breaking
8 Dec 2025, Mon

জ্বরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যুর হল জলপাইগুড়ি সদর হাসপাতালে

জেএনএফ ওয়েব ডেস্ক :-জ্বরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যুর হল জলপাইগুড়ি সদর হাসপাতালে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি,ওই শিশুকে গুরুতর অবস্থায় গতকাল হাসপাতালের শিশু বিভাগে নিয়ে আসে পরিবার। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। মৃত শিশুর নাম কাবেরী রায়, বয়স ছয় বছর। বাড়ি কোচবিহারের মেখলিগঞ্জে। এদিন মৃত শিশুর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে পরিবারের তরফ থেকে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মৃত শিশু শারীরিক অবস্থা খারাপ ছিল। জ্বর ও নিমোনিয়া আক্রান্ত ছিল।এই মুহূর্তে জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু বিভাগে ১০২ জন চিকিৎসাধীন রয়েছেন। বেশিরভাগ শিশুর জ্বর অনান্য উপসর্গ রয়েছে। করোনা তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভবনা রয়েছে দাবি স্বাস্থ্য দফতরের। যদিও চিকিৎসাধীন থাকা শিশুদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও শিশুদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে কলকাতায়। স্বাস্থ্য দফতরের অনুমান ডেঙ্গি, চিকেন গুনিয়া ও জাপানি এনসেফেলাটিস উড়িয়ে দিচ্ছেন না। জানা গিয়েছে, আরও তিনজন শিশুর শারীরিক অবস্থা খারাপ হয়েছে। চিকিৎসা চলছে। তবে স্বাস্থ্য দফতর পক্ষ পরিস্কার করে জানানো হয়নি মৃত্যুর কারণ।

Developed by