Breaking
27 Dec 2025, Sat

জেলা হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বিভাগের পক্ষ থেকে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল মিষ্টান্ন ব্যবসায়ীদের সাথে

জেএনএফ ওয়েব ডেস্ক :- জেলা হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বিভাগের পক্ষ থেকে সেন্সিটাইজেশন প্রোগ্রাম বা সচেতনতা শিবির অনুষ্ঠিত হল মিষ্টান্ন ব্যবসায়ীদের সাথে ডিআরএস ভবনে। মঙ্গলবার এই শিবিরে ডাকা হয়েছিল জলপাইগুড়ি ও শহর সংলগ্ন মিষ্টান্ন ব্যবসায়ীদের। করোনাকালেও কিভাবে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসম্মত মিষ্টি বিক্রি করা হবে সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিন। মিষ্টান্ন ব্যবসায়ীদের রান্নাঘরের প্রতি বিশেষ যত্ন নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি বিক্রেতাদের হ্যান্ডগ্লাভস, স্যানিটাইজার, হেড ক্যাপ প্রভৃতি ব্যবহার করার কথা বলা হয়েছে। পাশাপাশি সামাজিক গুরুত্ব ও সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে মিষ্টি ব্যবসা করার কথা বলা হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।

Developed by