Breaking
8 Dec 2025, Mon

জামবনির চিচিড়ায় আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন দমকল কর্মী সৌভিক গিরি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বুধবার সকালে জামবনি থানার চিচিড়া বাজার এলাকায় একটি কাপড় দোকানে আগুন লাগে। ওই ঘটনায় সৌভিক গিরি নামে এক দমকল কর্মী ধোঁয়ার জেরে অসুস্থ হয়ে যান। প্রথমে তাঁকে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করানো হয়।

Developed by