Breaking
12 Dec 2025, Fri

জামবনিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন পঞ্চায়েত সদস্য

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। ঝাড়গ্রাম জেলার বিনপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবনাথ হাঁসদা বিপুল ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেছেন। তাই বিনপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামে সবুজ আবির মেখে তৃণমূল কংগ্রেস কর্মীরা আনন্দ করছেন। বিনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জামবনি ব্লকের দশটি অঞ্চলে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিভিন্ন এলাকায় সবুজ আবির মেখে আনন্দে মেতে উঠেছে। ঠিক সেই সময় বিজেপি দল ছেড়ে সবুজ আবির মেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপির বহু কর্মী। সোমবার ব্লকের টুলিবড় অঞ্চলে বিজেপির পঞ্চায়েত সদস্য মনসারাম শবর বিজেপি দল ছেড়ে তার অনুগামীদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। একইভাবে জামবনি ব্লকে সোমবার প্রায় শতাধিক বিজেপি কর্মী বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যায়। বিজেপি ঝাড়গ্রাম জেলার চারটি আসনে পরাজিত হওয়ায় বিজেপি কর্মী ও সমর্থকেরা বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করছে বলে ঝাড়গ্রাম জেলার রাজনৈতিক মহলের অনুমান।

Developed by