Breaking
9 Dec 2025, Tue

জলপাইগুড়ি পৌরসভা এবং প্রশাসনের সহযোগিতায় নতুন রূপ ফিরে পেলো খ্রিস্টীয় সমাজের কবরস্থান

জলপাইগুড়ি জেলা শহরের নয় নম্বর পৌর ওয়ার্ডে অবস্থিত এই কবর স্থানটি দীর্ঘ সময় থেকে একপ্রকার অবহেলার শিকড়ে আটকে ছিলো, তবে বর্তমান পৌর প্রশাসক বোর্ড এবং জেলা প্রশাসনের উদ্যোগে নতুন রূপ ফিরে পেলো, খ্রিস্টীয় সমাজের কাছে এই পবিত্র কবর স্থানটিকে সংস্থার করে দেবার জন্য দীর্ঘ দিন থেকেই আবেদন নিবেদন করা হচ্ছিলো, অবশেষে পানীয় জল ,হাই মাস আলো সহ পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক প্রভু যীশুর জন্ম মাস ডিসেম্বরেই জলপাইগুড়ি খ্রিস্টীয় সমাজের হাতে তুলে দেয়, এই প্রসঙ্গে খ্রিস্টান বেরিয়াল গ্রাউন্ড কমিটির যুগ্ম সম্পাদক বেঞ্জামিন দে জানান,,, আমরা পৌরসভা এবং জেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞ, রবিবার কবর স্থানে একটি ধার্মিক আলোচনার মধ্যে দিয়েই শুভ বড় দিনের উৎসবের ও সূচনা হলো। 

Developed by