Breaking
10 Dec 2025, Wed

জলপাইগুড়ি দেবনগরের ডাকাতির ঘটনার দুই যুবককে গ্রেফতার

জেএনএফ ওয়েব ডেস্ক :- জলপাইগুড়ি দেবনগরের ডাকাতির ঘটনার দুই যুবককে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। রবিবার পুলিশ ধৃতদের জেলা ও দায়রা আদলাতে তুলে নিজেদের হেফাজতে জন্য আবেদন করেছে। গ্রেফতার হওয়া যুবকরা ডাকাতের দলের সঙ্গে যুক্ত রয়েছেন  পুলিশের তদন্তে উঠে এসেছে আরও কয়েকজন এই ডাকাতের দলে যুক্ত রয়েছেন বলে দাবি পুলিশের।শনিবার বিকেলে তদন্তে নেমে তথ্য জোগাড় করে গোপন সুত্রে খবর পেয়ে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। কয়েক ঘণ্টা দফায় দফায় দু’জনকে জেরা করে গভীর রাতে দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দুই যুবকের নাম পলাশ বিশ্বাস বাড়ি মালি পাড়ায়। অপরজন সম্রাট রায় বাড়ি পাঙ্গা সাহেব বাড়িতে। গত মঙ্গলবার দেবনগরের উত্তর পাড়ায়
অবসরপ্রাপ্ত সরকারি কর্মী দিলীপ বসুর বাড়ি থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা ও কয়েক লক্ষ টাকার সোনা নিয়ে চম্পট দেয় ডাকাত দল বলে অভিযোগ।
    জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ ঢালি বলেন,”দু’জনকে গ্রেফতার করা হয়েছে। সোনা ও টাকার খোঁজ করা হচ্ছে। ডাকাতের পুরো দল দ্রুত চিহ্নিত হবে।”

Developed by