Breaking
20 Dec 2025, Sat

জলপাইগুড়ির ভ্রামরী দেবী মন্দির চত্বর সংলগ্ন ব্যবসায়ীরা চরম সংকটে!

জেএনএফ ওয়েব ডেস্ক : করোনার কালে সমস্যায় বোদাগঞ্জ ভ্রামরী দেবী মন্দির চত্বরের ব্যাবসায়ীরা। দীর্ঘদিন থেকে করোনা পরিস্থিতি চলতে থাকায় বোদাগঞ্জ ভ্রামরী দেবী মন্দিরে পর্যটক ও পুণ্যার্থীরা না আসায় সমস্যায় ওই এলাকার ব্যাবসায়ীরা। প্রথম লকডাউনের পর কিছুটা স্বাভাবিক হতে না হতেই এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এতে মন্দির চত্বরে দোকান পাঠ স্বাস্থ্য বিধি সময় মত খোলা থাকলেও দেখা নেই পুণ্যার্থী ও পর্যটকদের। মন্দির চত্বরে বসা এক ব্যাবসায়ী বলেন , করোনা পরিস্থিতে গাড়ি বন্ধ । মন্দিরে বাইরের থেকে পুণ্যার্থীরা আসছেন না। তাই মন্দিরে পুজা দিতে ভিড় নেই । গাড়ি যাতায়াত থাকলে দূরদিগন্ত থেকে পুণ্যার্থীরা এসে মায়ের মন্দিরে পুজা দেয়। এতে আমাদের ভাল ব্যাবসা হয়। অন্যদিকে আরেক ব্যবসায়ী মনোজ রায় বলেন , করোনার জন্য আমরা এখানে ব্যাবসা করতে পারছি না। পর্যটকরা ও পুণ্যার্থীরা না আসায় ব্যাবসা হচ্ছে না। এতে সমস্যায় পড়েছি। এখন শুধু
লোকাল কয়েকজন মানুষ মন্দিরে পুজা দিতে আসেন। তাদের কে নিয়েই চলছি।

Developed by