Breaking
19 Dec 2025, Fri

জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস কমিটির ২২ নম্বর ওয়ার্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ


জেএনএফ ওয়েব ডেস্ক : জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস কমিটির ২২ নম্বর ওয়ার্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো শনিবার। এদিন মাসকলাইবারি এলাকায় পার্টি অফিসের সামনে এই আয়োজন করা হয় ওয়ার্ড কমিটির পক্ষ থেকে। এদিন প্রায় ৩০০ মানুষের হাতে নিত্যদিনের খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর বিধানসভা আসনের বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা, বিজয় চন্দ্র বর্মন, প্রদীপ ব্যানার্জি, প্রদীপ ভট্টাচার্য, টিংকু বিশ্বাস, স্বরূপ মন্ডল প্রমূখ। বিজয় চন্দ্র বর্মন বলেন, আগামী দিনে এই ধরনের কর্মসূচি আরও গ্রহণ করা হবে দলের পক্ষ থেকে।

Developed by