Breaking
14 Dec 2025, Sun

জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের নতুন কার্যালযয়ের উদ্বোধন

জেএনএফ ওয়েব ডেস্ক :- জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের নতুন কার্যালযয়ের উদ্বোধন হল সোমবার। এদিন বাবুপাড়ায়  নির্মীয়মান বহুতলের গ্রাউন্ড ফ্লোরে পার্টি অফিসের উদ্বোধন করা হয়। তার আগে এখানে একটি যজ্ঞের আয়োজনও করা হয়েছিল। দলীয় পতাকা উত্তোলন করে অফিসের শুভারম্ভ করা হলো। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান খগেশ্বর রায়, যুবনেতা সৈকত চট্টোপাধ্যায়, কৃষ্ণ দাস, রাজেশ লাকরা, অভিজিৎ সিনহা, উত্তরা বর্মন সহ অন্যান্যরা। এ বিষয়ে জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ বলেন, সপ্তাহে চারদিন তিনি এই কার্যালয়ে বসবেন তিনি। পাশাপাশি জেলার শীর্ষ স্থানীয় নেতৃত্ব এখানে বসে কাজ করবেন। সকলে একজোট হয়ে আগামী নির্বাচনগুলোতে লড়াইয়ের কথা জানান উপস্থিত নেতৃত্বরা। অনগ্রসর কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বুলুচিক বরাইক উপস্থিত হয়েছিলেন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে। মন্ত্রী বলেন, তিনিও জেলা জেলা কার্যালয়ে বসবেন।

Developed by