Breaking
21 Dec 2025, Sun

জলপাইগুড়িতে
ভোর রাতেই উল্টে গেলো কাঁচ বোঝাই লরি,আহত ৩

জেএনএফ ওয়েব ডেস্ক : শনিবার ভোর রাতে ধূপগুড়ি ২ নম্বর ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায় লরিটি। জানা গেছে উত্তরপ্রদেশ থেকে একটি কাঁচ বোঝাই লরি গৌহাটির দিকে যাচ্ছিলো, ধূপগুড়ি ২ নম্বর ব্রিজের সামনে চালকের চোখে ঘুম চলে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে নয়ানজুলিতে পরে যায়। ঘটনায় আহত হয় ৩ জন । তাদের ধূপগুড়ি থানার পুলিশ ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা শুরু হয়। গাড়ির চালক জানান, ভোর রাতে হঠাৎ করে চোখে ঘুম চলে আসায় গাড়িটি উল্টে যায়। এদিকে গত সাত দিনে ধূপগুড়ি শহরে একের পর এক দূর্ঘটনা ঘটেই চলছে।

Developed by