Breaking
11 Dec 2025, Thu

জমি লিখে দিতে অস্বীকার করায় নিজের মাকে মেরে মাথা ফাটিয়ে দিল ছেলে

ছেলের অত্যাচারে আগেই মারা গেছে বাবা, এবার জমি জায়গা না লিখে দেওয়ায় মেরে মায়ের মাথা ফাটিয়ে দিলো একমাত্র ছেলে। অবশেষে প্রশাসনের দ্বারস্থ অসহায় মা। ভয় ঢুকে পারছে না নিজের বাড়িতেই। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার বাথানগাছি এলাকায়। শান্তিপুর থানার পাবনা পাড়ার বাসিন্দা দীপালি ঘোষ। স্বামী এক বছর আগে ছেলের অত্যাচার সহ্য করতে পেরে আত্মহত্যা করেছেন। তার এক ছেলে এবং দুই মেয়ে। দীপালি ঘোষ কোন রকমে অন্যের বাড়িতে কাজ করে দুই মেয়েকে নিয়ে সংসার চালান। ছেলে সুকেশ ঘোষ বিয়ে করে আলাদা হয়ে গেছে। কিন্তু অভিযোগ নিত্যদিন জমি জায়গা নিজের নামে লিখে দেওয়ার জন্য বাড়ির সকলকে মারধর করে। এর আগেও একাধিকবার অভিযুক্ত ছেলে তার মাকে মারধর করেছে। এদিন আবারো হঠাৎ ছেলে মাকে মেরে মাথা ফাটিয়ে দেয়। প্রতিবাদ করলে নিজের বোন কেউ মারধর করে বলে অভিযোগ অভিযুক্ত ছেলের মধ্যে। প্রতিবেশীদের কোন কথাই শোনে না অভিযুক্ত ছেলে। অত্যাচারের ভয়ে বর্তমানে ঘরছাড়া অসহায় গৃহবধূ। অবশেষে অত্যাচার সহ্য করতে না পেরে থানার দ্বারস্থ হলো তার মা। মায়ের অভিযোগ নিত্যদিন ছেলে মদ্যপান অবস্থায় বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে। তিনি চাইছেন প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক যাতে সুষ্ঠুভাবে তিনি বাড়িতে বসবাস করতে পারে এবং অভিযুক্ত ছেলের আইনত শাস্তি চাইছেন তিনি।

Developed by