Breaking
23 Jan 2026, Fri

জমিতে সার দিতে গিয়ে হাতির আক্রমনে জখম হলেন চাষি

ঝাড়গ্রাম : বৃহস্পতিবার সকালে জমিতে সার দিতে গিয়েছিলেন বছর ৫৪ এর বিশ্বজিৎ মান্না। তাঁর বাড়ি ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়ার এলাকার চুবকা গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামে। এদিন সকালে জমিতে কীটনাশক স্প্রে করছিলেন তিনি। ওই সময় দলমার দলছুট হাতিটি শুড় দিয়ে আছাড় মারে। পায়ে গুরতর জখম হয়। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।
ছবি ও তথ্য – অরূপ ঘোষ।

Developed by