Breaking
13 Dec 2025, Sat

জনসংযোগ বাড়াতে ‘খেলাতে’ ভরসা সিআরপিএফ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জনসংযোগ বাড়াতে মাঝেমধ্যেই সিআরপিএফ বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকে। জনসংযোগ বাড়াতে রবিবার সকালে ঝাড়গ্রামের ২৩২ নম্বর সিআরপিএফের মহিলা ব্যাটেলিয়ানের উদ্যোগে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টের আট ওভারের এই খেলায় ঝাড়গ্রাম জেলার ১৬টি টিম অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন ২৩২ নম্বর মহিলা ব্যাটালিয়নের শালবনির ডেপুটি কমান্ডেন্ট, লালগড়ের ৬৫ নম্বর ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডেন্ট পি রজক, ঝাড়গ্রামের ২৩২ নম্বর ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডেন্ট রবিন পি জে। মূলত, খেলাকে কেন্দ্র করে জনসংযোগ বাড়াতে চাইছে সিআরপিএফ।

Developed by