Breaking
13 Dec 2025, Sat

জঙ্গলের ভেতর আগুনে পোড়া গাড়ি, গাড়ির ভেতর অগ্নিদগ্ধ মৃতদেহ ঘিরে দানা বাঁধছে রহস্য!


জঙ্গলের রাস্তায় আগুনে পোড়া গাড়ি। গাড়ির ভেতর পড়ে রয়েছে অগ্নিদগ্ধ একটি মৃতদেহ। এই ঘটনাকে ঘিরে সাত সকালেই রহস্য তৈরী হল বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল এলাকার ফকিরবাঁধ জঙ্গলে।স্থানীয় সূত্রে জানা গেছে আজ ভোরে এলাকায় পথ চলতি মানুষের নজরে আসে জঙ্গলের রাস্তায় একটি মারুতি সেলেরিও গাড়ি দাওদাও করে জ্বলছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে নজরে আসে গাড়িটি পুরো অগ্নিদগ্ধ হয়ে গেছে। সামনের সিটে থাকা একজনের দেহ আগুনে পোড়া অবস্থায় গাড়ির মেঝেতে পড়ে রয়েছে । কিভাবে ঘটল এই ঘটনা তা জানা যায়নি। তবে ঘটনাকে ঘিরে রীতিমতো রহস্য তৈরি হয়েছে। স্থানীয় ভাবে জানা গেছে সেলেরিও গাড়িটি স্থানীয় পাঁচাল গ্রামের। গাড়ির মালিকের নাম ধনঞ্জয় সাইনি। গাড়িতে থাকা অগ্নিদগ্ধ মৃতদেহটি ধনঞ্জয় সাইনির কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ। ধনঞ্জয় সাইনির পরিবারের দাবী গতকাল রাতে খাওয়া দাওয়ার পর ধনঞ্জয় সাইনি ভাড়া আছে বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। তারপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। ধনঞ্জয়ের মোবাইলও সুইচ অফ রয়েছে।

Developed by