Breaking
18 Dec 2025, Thu

জঙ্গলমহল ঘুরবে গাড়ির চাকায় !

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আজ সকালে শুরু হল জঙ্গলমহল কার রেলি। রাজ্য সরকারের ‘বেঙ্গল এক্সপেরিয়েন্স’ সংস্থা সহ ‘জঙ্গলমহল উদ্যোগ’ এমনকি বিভিন্ন বেসরকারী সংস্থার উদ্যোগে শনিবার ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্স থেকে এই যাত্রা শুরু হয়। পোশাকি নাম দেওয়া হয়েছে,’জঙ্গলমহল অন দ্য মুভ ২’। সময়-স্পীড-দূরত্বকে সামনে রেখে এই চাকা ঘুরবে। উদ্যোক্তাদের দাবি,’মানুষ খুব সাড়া দিয়েছেন। আশাকরি এই কার রেলি সকলে উপভোগ করবেন।’

Developed by