Breaking
8 Dec 2025, Mon

জঙ্গলমহল উৎসবের জন্য বিকল্প জায়গার খোঁজ শুরু করল জেলা প্রশাসন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: জঙ্গলমহল উৎসবের জন্য বিকল্প জায়গার খোঁজ শুরু করল জেলা প্রশাসন। শনিবার ঝাড়গ্রামের মহকুমার শাসক তথা পৌরসভার প্রশাসক সুবর্ণ রায় তিনটি জায়গা পরিদর্শন করেন। তিনটি জায়গা হল- ঘোড়াধরা এলাকায় আইটিআই মাঠ, পৌর ময়দান, ননীবালা বয়েজ মাঠ। তিনটি জায়গা পরিদর্শনের পর প্রশাসক সেই রিপোর্ট জেলা প্রশাসনের কাছে জমা দিয়েছেন। তবে ষষ্ঠ তম জঙ্গলমহল উৎসব কোথায় হবে তা এখন চূড়ান্ত সিদ্ধান্ত হয় নি। আগামী ২ থেকে ৯ জানুয়ারী পর্যন্ত হবে।

Developed by