Breaking
16 Dec 2025, Tue

জঙ্গলমহলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন : শুভেন্দু অধিকারি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলা তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী তথা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারি। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারি বলেন,‘আগস্ট মাসে তিনবার আমি নিজে আসব। আমরা সাংগঠনিক ভাবে আমাদের নেত্রীর ঘোষিত কর্মসূচী এবং সংগঠনের যে ফাঁক ফোকর গুলো রয়ে গিয়েছে তা পূরণ করে আমরা ঐক্যবদ্ধ হব। যাতে শক্তিশালী তৃণমূল কংগ্রেস করতে পারি এবং মানুষ যাতে সরকারি সুবিধা পায় সে জন্যই আমাদের আলোচনা। আমি এটুকু বলতে পারি জঙ্গলমহলে শান্তি এবং উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছেন। ২০০৪ সালের পরে এবং ২০১০ সালে লালগড়ের সভা থেকে প্রতিটা মুহূর্তে জঙ্গলমহলের সভা থেকে যেভাবে নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গলমহলের মানুষকে দেখেছেন। জঙ্গলমহলের মানুষ তাঁর সঙ্গেই আছেন।’

Developed by