Breaking
23 Jan 2026, Fri

জংলি হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হল এক চা শ্রমিকের

জেএনএফ ওয়েব ডেস্ক:-জংলি হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হল এক চা শ্রমিকের।  ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে নকশালবাড়ি থানা অন্তর্গত মেরিভিউ   চা বাগানে। … জানা গেছে এদিন ভোরে 53 বছর বয়স্ক কামলু ওরাও নামে ওই চা শ্রমিকটি বাগান সংলগ্ন একটি ঝোড়াতে প্রাতঃকৃত্য করতে যান।  সে সময় হাতিটির মুখোমুখি হওয়ায় তাকে পদপিষ্ট করে।  ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।  খবর পেয়ে বাগানের শ্রমিকরা বনদপ্তর ও নকশালবাড়ি থানায় খবর দিলে পুলিশ ও বনকর্মীরা এসে মৃতদেহটি উদ্ধার করে । পাশাপাশি পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।  স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন অকৃতদার ওই চা শ্রমিকটি  অভ্যাসবশত প্রতিদিন প্রাতঃকৃত্য করতে জঙ্গল সংলগ্ন ওই ঝোড়াতেই যেতেন। এদিন দুর্ভাগ্যবশতঃ তার মৃত্যু হলো

Developed by