Breaking
8 Dec 2025, Mon

ছবির ট্রেলার ভাঙল অতীত সব রেকর্ড, কিন্তু দেখতে পেল না সুশান্ত সিং রাজপুত!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ছবির ট্রেলার ভাঙল অতীত সব রেকর্ড, কিন্তু দেখতে পেল না সুশান্ত সিং রাজপুত! সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারার’ ট্রেলার মুক্তি পেয়েছে। জন গ্রিনের বিখ্যাত উপন্যাস থেকে হলিউড সিনেমা ফল্ট ইন আওয়ার স্টারের গল্পের ভিত্তি করে তৈরি হয়েছে দিল বেচারা। সোমবার দিল বেচারার ট্রেলার মুক্তি পেয়েছে। আর ট্রেলারটি মুক্তি পাওয়ার পর থেকে দেশবাসী থেকে বলিউডের একাংশ ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। আর তাতেই সুশান্ত সিং রাজপুতের শেষ ছবির ট্রেলার রেকর্ড করে নিল।দিল বেচারা সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে ইউটিউবে মানুষ সব থেকে বেশি দেখেছেন। দিল বেচারার ট্রেলার মুক্তি পাওয়ার পর এখনও ২৪ ঘণ্টা হয়নি। ট্রেলরটি পাঁচ মিলিয়ন মানে ৫০ লক্ষের বেশি মানুষ দেখেছেন। এর আগে সব থেকে জনপ্রিয় ছিল হলিউড সিনেমা অ্যাভেঞ্জার এন্ড গেমের ট্রেলার। এই সিনেমার দুটি ট্রেলার মুক্তি পেয়েছিল। সেই দুটি ট্রেলরের দর্শকসংখ্যা ছিল যথাক্রমে ৩.২ এবং ২.৯ মিলিয়ন। কিন্তু দিল বেচারা ২৪ ঘণ্টার আগেই সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। সুশান্ত সিং রাজপুতের অসংখ্য অনুগামীর পাশাপাশি বলিউডের একাংশ তাঁদের সোশ্যাল মিডিয়ার পাতায় দিল বেচারার ছবির ট্রেলার শেয়ার করেছেন। প্রিয়াঙ্কা চোপরা, অনুষ্কা শর্মা, সারা আলি খান, রাজকুমার রাও নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে দিল বেচারার ছবির ট্রেলার শেয়ার করেছেন।

Developed by