Breaking
30 Dec 2025, Tue

চিচিড়ায় কাপড় দোকানে বিধ্বংসী আগুন, নেভানোর পর ফের জ্বলে উঠল আবার আগুন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বুধবার সকালে জামবনি ব্লকের চিচিড়ার সাহা বস্ত্রালয় কাপড় দোকানে বিধ্বংসী আগুন লেগে যায়। ঝাড়গ্রাম থেকে দমকলের ইঞ্জিন গিয়ে দোকানের নিচের তলায় আগুন নেভায়। কিছুক্ষণ পর ফের জ্বলে উঠছে আবার দোকানের উপরের তলা। কাপড় দোকান হওয়ায় আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে। বাজার এলাকা ঘিঞ্জি হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

Developed by