Breaking
8 Dec 2025, Mon

চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের পরিষেবার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ব্যানার দিল ঘোড়াধরা আথ্যালেটিক ক্লাব

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের পরিষেবার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ব্যানার দিল ঘোড়াধরা আথ্যালেটিক ক্লাব। এদিন ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের চারদিকে ব্যানার লাগিয়েছেন ক্লাবের পক্ষ থেকে। সেখানে লেখা হয়েছে,”মানব জগতের দৃষ্টিত ভগবান ডাক্তারবাবু সহ স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত সমস্ত শ্ৰেনির কর্মীরা মানব জাতিকে বিশ্ব মহামারী করোনার হাত থেকে রক্ষা করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। সমস্ত ঝাড়গ্রামবাসীর তরফ থেকে আপনাদের নত মস্তকে প্রনাম জানাই। আমরা আপনাদের ও আপনাদের পরিবারের সাথে আছি ও আপনাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাদের ক্লাব আপনাদের সাহায্যের জন্য সর্বক্ষণ আছে।
সমস্ত জনগণের প্রতি আবেদন আপনারা করোনা সম্পর্কিত সরকারী নির্দেশাবলী মেনে চলুন, স্বাস্থ্য কর্মীদের সহযোগিতা করুন, গুজবে কান দেবেন না।
আতঙ্কিত নয়, সচেতন হোন।”

Developed by