Breaking
18 Dec 2025, Thu

লকডাউনের মাঝেই প্রয়াত হলেন আরো এক কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লকডাউনের মাঝেই প্রয়াত হলেন আরো এক কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী। ভারতীয় ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন কিংবদন্তী চুনী গোস্বামী | বৃহস্পতিবার বিকেল পাঁচটা পঁচিশ নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর | এদিন দুপুরে তিনি শারীরিক ভাবে অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে নিয়ে আসেন পরিজনেরা। কিন্তু চিকিৎসকদের শেষ চেষ্টাকে ব্যর্থ করেই বিকেলেই তাঁর মৃত্যু হয়। এশিয়ান গেমসে সোনা জয় করে যে দল তাঁর অধিনায়ক ছিলেন চুনী। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ফুটবল প্রেমীরা। ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাই।

Developed by