Breaking
17 Dec 2025, Wed

চন্দ্রকোণার পদযাত্রায় প্রার্থীর সাথে পা মেলালেন মুখ্যমন্ত্রী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:– ফণীর কারণে শুক্র এবং শনিবার তাঁর রাজনৈতিক সভা বাতিল করেছেন। যদিও খড়্গপুরে থেকেই তিনি ফণীর মোকাবিলায় যাবতীয় নির্দেশ রাজ্য প্রশাসনকে দিয়েছেন।

বাংলা থেকে ফণীর দূরত্ব তৈরি হওয়ার পরই নিজের কর্মসূচিতে পরিবর্তন আনলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার জোড়া পদযাত্রায় হাঁটবেন তিনি। যার মধ্যে চন্দ্রকোণার পদযাত্রায় ইতিমধ্যেই হাঁটতে শুরু করেছেন তৃণমূল নেত্রী।এদিন দুপুর ২ টো নাগাদ চন্দ্রকোণা টাইনে ঝাড়গ্রামের দলীয় প্রার্থী বীরবাহা সোরেন ও ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে শুরু হয়েছে পদযাত্রা। এই দুই প্রার্থী ছাড়ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই পদযাত্রায় পা মেলালেন আরামবাগের তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার। ছিলেন তৃণমূলের অসংখ্য কর্মী-সমর্থকরা।পরবর্তী পদযাত্রাটি রয়েছে ঘাটালে।

Developed by