Breaking
16 Dec 2025, Tue

চক্ষু বিভাগে ডাক্তার দেখাতে এসে হয়রানি রোগীদের !

জেএনএফ ওয়েব ডেস্ক :-জলপাইগুড়ি সদর হাসপাতালের আউটডোরের চোখ বিভাগে চিকিৎসক দেখাতে এসে হয়রানি মধ্যে পরলেন জেলার বিভিন্ন প্রান্তের রোগীরা। বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালের চক্ষু বহিঃবিভাগে ভিড় শুরু হয়। কেউ দুই ঘণ্টা আবার অনেকে কাক ভোরে হাসপাতালে এসে হাজির হয়েছিলেন চোখ দেখাতে। কেউ বাস, টোটোতে দূর দূরান্ত থেকে এসেছেন সকলে।  আবার অনেকে কাজ ছেড়ে চিকিৎসক দেখাতে এসে হয়রানি মধ্যে পরলেন।  কিন্তু সকাল দশটা সময় চিকিৎসক আসার কথা থাকলেও দুপুর গড়িয়ে এলেও চিকিৎসক আসেনি। এদিকে প্রচুর রোগী ভিড় হতে থাকে। কারও চোখে ছানি পরেছে আবার অনেকে চোখের সমস্যা নিয়ে দাঁড়িয়ে আছেন। জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝার এলাকায় টুম্পা রায় বলেন,”বাবার চোখের সমস্যা। হাসপাতালে এসেছিলাম চিকিৎসক নেই। সমস্যায় পরে গেলাম কি করব।” গড়ালবাড়ির বৃদ্ধা তঞ্জিনা খাতুন বলেন,”চোখের সমস্যা। দিনের বেলা কুশায়া পরছে এরকম দেখতে পাই। চোখে ব্যাথা। কিন্তু চিকিৎসক আসেনি৷ কি করব এখন বুঝতে পাচ্ছি না। এ বিষয়ে রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন জানান,, বিষয় টি জানা ছিল না। খোঁজ নিয়ে দেখছি।

Developed by