Breaking
13 Dec 2025, Sat

ঘূর্নিঝড় ফনীর দাপটে মারাত্বক ক্ষতি হওয়ার আশঙ্কা ঝাড়গ্রাম জেলার চারটি ব্লকে। ঘূর্নিঝড় ফনীর দাপটে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মারাত্বক ক্ষতি হওয়ার আশঙ্কা ঝাড়গ্রাম জেলার চারটি ব্লকে। ইতিমধ্যে ঝাড়গ্রাম জেলার ওই চারটি ব্লকে আগাম সর্তকতা জারি করা হয়েছে। এই চারটি ব্লক হল নয়াগ্রাম, গোপীবল্লভপুর-১, গোপীবল্লভপুর-২, সাঁকরাইল। সাঁকরাইল ব্লক ছাড়া বাকী নয়াগ্রাম, গোপীবল্লভপুর-১, গোপীবল্লভপুর-২ এই তিনটি ব্লক ওড়িশা সীমান্তবর্তী এলাকা। ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলায় এই ঝড়ের ফলে মারাত্বক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে এই চারটি ব্লক প্রশাসনের উদ্যোগে মাইকিং করা হচ্ছে। জেলা প্রশাসন থেকে সব সময় সর্তক থাকতে বলা হয়েছে ব্লকগুলিকে। কারণ, গত বছর পুজোর সময় তিতলির প্রভাবে সাঁকরাইল ব্লকে একটি পুজোর প্যান্ডেল ভেঙে পড়েছিল। তাই এবার আগাম সব রকম সর্তকতা নিয়েছে জেলা প্রশাসন। জেলাশাসক আয়েষা রানি এ বলেন, ওড়িশা সীমান্ত লাগোয়া ব্লকগুলিতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তবে আগাম সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Developed by