Breaking
24 Dec 2025, Wed

ঘাটালে রাজ্য সড়কে ফাটল,আতঙ্কে গ্রামবাসীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ঘাটাল চন্দ্রকোনা ৪ নং রাজ্য সড়কে বড়সড় ফাটল, এলাকায় ক্ষোভ। ঘটনাটি ঘটে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের জলসরা এলাকায়। স্থানীয় সূত্রে জানা য়ায়, সোমবার সকালে পথচলতি মানুষ দেখতে পায় গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে ধরেছে ফাটল, তার কিছুক্ষণ পরে কয়েকটি পণ্য বোঝাই গাড়ি যাওয়ার ফলেই রাস্তা উপর দেখা দেয় বড়সড় ধস। এতে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে পূর্ত দপ্তরের আধিকারিক ও ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এলাকাবাসীরা দাবি করছেন কয়েকদিন আগে রাস্তাটি মেরামত করা হলেও তা বেহাল হয়ে পড়ে কারণ নিম্নমানের মাল দিয়ে কাজ করা হয়েছে। জানা যায়,রাস্তার পাশেই একটি জলাশয় ছিল, তার পাশে গার্ডওয়াল দিয়ে জল খালি করার জন্যই মাটি আলগা হয়েই এরকম ঘটনা ঘটতে পারে এমনও দাবী করছে স্থানীয়দের কয়েকজন।

Developed by