Breaking
16 Dec 2025, Tue

গ্রেফতার পি চিদাম্বরম

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- গ্রেফতার পি চিদাম্বরম। বুধবার রাতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শাসক বিরোধী দড়ি টানাটানির মধ্যেই সন্ধ্যায় কংগ্রেস অফিসে উপস্থিত হন NX Media দুর্নীতিতে অভিযুক্ত পি চিদাম্বরম। বলেন, তিনি কোনও অপরাধে অভিযুক্ত নন। তার পরিবারও দুর্নীতিতে যুক্ত নয়।আদালতে সিবিআই বা ইডি তাঁর বিরুদ্ধে কোনও চার্জশিট দেয়নি বলেও দাবি করেন তিনি। কংগ্রেস দফতর থেকে বাড়ি ফিরে যান প্রাক্তন মন্ত্রী। তাঁকে ধাওয়া করে সিবিআই টিম-ও। পরে পাঁচিল টপকে চিদাম্বরমের বাড়িতে প্রবেশ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তারা। তখন প্রাক্তন মন্ত্রীর বাড়ির সামনে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। তার মিনিট কয়েকের মধ্যেই গ্রেফতার করা হয় পি চিদাম্বরমকে।

Developed by