Breaking
16 Dec 2025, Tue

গ্রাহকদের টাকা তছরূপের অভিযোগে এক পোস্টমাস্টারকে গ্রেপ্তার করল পুলিশ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
গ্রাহকদের টাকা তছরূপের অভিযোগে এক পোস্টমাস্টারকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ জানিয়েছেন, ধৃত পোস্টমাস্টারের নাম আনন্দ ঘোষ। তিনি গোপীবল্লভপুর ২ ব্লকের তপসিয়া উপ-ডাকঘরের অন্তর্গত লাউপাড়া শাখা ডাকঘরের পোস্টমাস্টার হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর বাড়িও লাউপাড়া গ্রামেই। গত ২ ফেব্রুয়ারি ডাকবিভাগ থেকে পরিদর্শনে গেলে কয়েকজন গ্রাহকের সেভিংস ব্যাঙ্ক পাস বইতে ১ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা গড়মিল ধরা পড়ে। তারপর ১৪ ফেব্রুয়ারি আনন্দের নামে বেলিয়াবেড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে ডাকবিভাগ। অভিযোগের ভিত্তিতে আনন্দের বিরুদ্ধে প্রতারণা ও টাকা আত্মসাৎ এর ধারায় মামলা রুজু করে পুলিশ। কিন্তু অভিযোগের পরই ফেরার হয়ে যান পোস্টমাস্টার। গত বৃহস্পতিবার রাতে বেলিয়াবেড়া থানার পুলিশ লাউপাড়া গ্রাম থেকে ওই পোস্টমাস্টারকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতকে ঝাড়গ্রাম সিজেএম আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

ছবিটি – প্রতীকী

Developed by