Breaking
12 Jan 2026, Mon

গোপীবল্লভপুরে বুলবুলি পাখির লড়াইয়ে জমজমাট মকর সংক্রান্তি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : গোপীবল্লভপুরে বুলবুলি পাখির লড়াইয়ে জমজমাট মকর সংক্রান্তি। বুধবার সকাল থেকেই গোপীবল্লভপুরের রাধাগোবিন্দ জীউ মন্দির প্রাঙ্গণে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। বুলবুলির লড়াইয়ে জিতলে পাখির মালিককে পুরস্কারও দেওয়া হয়। বুলবুলি পাখির এই টানটান লড়াই দেখতে ভিড় জমায় আশেপাশের গ্রামবাসীরা। এবছর ৯টি পাখিকে হারিয়ে লড়াইয়ে প্রথম হন বাজারপাড়ার বাসিন্দা সৌরভ দোলাই। আর পরাজিত পাখি গুলির প্রতীকী ঝুঁটি কেটে উড়িয়ে দেওয়া হয়। সৌরভ দোলাইয়ের হাতে পুরস্কার হিসেবে ব্ল্যাঙ্কেট তুলে দেন গোপীবল্লভপুরের রাধাগোবিন্দ জীউ মন্দিরের মহারাজ কেশবানন্দ দেব গোস্বামী।

Developed by