Breaking
8 Dec 2025, Mon

গোপীবল্লভপুরে বাজ পড়ে মৃত্যু হল দু’জনের

গোপীবল্লভপুর : শনিবার সন্ধ্যায় গোপীবল্লভপুরে বাজ পড়ে মৃত্যু হল দু’জনের। মৃতেরা হলেন,বুধুরাম সোরেন(৩০) এবং নাসিম আনসারি(৩২)। বুধুরামের বাড়ি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার অন্তর্গত জগন্নাথপুর গ্রামে। নাসিম আনসারির বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে। এদিন বিকেলে সুবর্ণরেখা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন বুধুরাম। অন্যদিকে, গোপীবল্লভপুরের আঠাঙ্গী বালি খাদানে লরি নিয়ে এসেছিলেন বালি নিয়ে যাওয়ার জন্য। সন্ধ্যায় আচমকা ব্রজপাতের জেরে দু’জনেই সেখানেই লুটিয়ে পড়েন। তারপর স্থানীয় বাসিন্দারা দু’জনকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাঁদেরকে মৃত বলে ঘোষণা করেন।

Developed by