Breaking
1 Jan 2026, Thu

গোপীবল্লভপুরের খাড়বান্ধি এলাকায় বিজেপির জনসংযোগ যাত্রা প্রার্থী সঞ্জিত মাহাতোর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ২৭ মার্চ প্রথম দফায় বিধানসভা নির্বাচন জঙ্গলমহলের ঝাড়গ্রামে চারটি আসনে। তাই রাজনৈতিক দলগুলি জোর কদমে শুরু করেছে নির্বাচনী প্রচার। সেই মতো রবিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত খাড়বান্ধি অঞ্চলের বিভিন্ন জায়গায় বিজেপি জনসংযোগ যাত্রা শুরু করে।ওই জনসংযোগ যাত্রাতে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী সঞ্জিত মাহাতো সহ দলীয় কর্মী ও সমর্থকেরা।এদিন গোপীবল্লভপুরের প্রাথী সঞ্জিত মাহাতো বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের অভাব অভিযোগের কথা শোনেন।সোনার বাংলা গড়ার লক্ষ্যে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান। সেই সঙ্গে কেন্দ্র সরকারের সাফল্যের কথা তিনি ওই এলাকার মানুষের কাছে তুলে ধরেন।

Developed by