Breaking
17 Dec 2025, Wed

গাড়ির চালক ‘মৃত’, চালকের পরিবার ‘সাহায্য’ চেয়ে পাঞ্জাব থেকে ফোন করল ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশকে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পেঁয়াজ গাড়ির চালক ‘মৃত’! অসহায় চালকের পরিবার ‘সাহায্য’ চেয়ে সোমবার রাতে পাঞ্জাব থেকে ফোন করল ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশকে। চালকের বৌদি ফোন করে সোমবার রাত দশটা নাগাদ প্রথমে পাঞ্জাবী এবং পরে হিন্দি ভাষায় বলেন,‘আপনি মিডিয়া পারসেন বলছেন? অনেক কষ্টে আপনার ফোন নম্বর পেয়েছি। আমাদেরকে একটু সাহায্য করুন। আমার ভাই পেঁয়াজ গাড়ি নিয়ে যাচ্ছিল অ্যাক্সিডেন্ট হয়েছে। ঝাড়গ্রাম হাসপাতালে আছে।’ কোথা থেকে আসছিল জিজ্ঞাসা করতেই ফোনের অপর প্রান্ত থেকে চালকের বৌদি বলেন,‘নাসিক থেকে পেঁয়াজ নিয়ে খড়গপুর যাচ্ছিল। গাড়ির হেল্পার কোথায় আছে ঠিক ঠাক বলতে পারছে না। কখনও বলছে বহড়াগোড়া, জামশোলা, কলাইকুণ্ডা ও খড়গপুর বলছে। আপনি বিষয়টি নিয়ে একটু সাহায্য করুন।’ তারপরেই চালকের পরিবার মৃতের পরিচয় পত্র মোবাইলের হোয়াটস্যাপের মাধ্যমে পাঠায়। মৃত চালকের নাম সুখমন্দির সিং। তাঁর বাড়ি পাঞ্জাব রাজ্যে। রাতেই বিষয়টি নিয়ে ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ঝাড়গ্রাম জেলার বিভিন্ন থানায় এরকম দুর্ঘটনা ঘটেছে কিনা তা খোঁজার চেষ্টা করে। যদিও রাতে বেশ কিছু থানা ‘না’ বললেও সব থানা থেকে উত্তর অবশ্য জানা যায়নি। অবশেষে মঙ্গলবার সকালে জানা যায়, ঝাড়গ্রাম থানায় এধরনের একটি ঘটনা ঘটেছে। আর সেই মৃতদেহ ঝাড়গ্রাম হাসপাতালে রয়েছে। তারপরেই ঝাড়গ্রাম থানায় গিয়ে বিষয়টি জানার পর ওই পরিবারের সঙ্গে পাঞ্জাবে যোগাযোগ করে ঝা়ডগ্রাম নিউজ ফ্ল্যাশের প্রতিনিধি। বিষয়টির ব্যাপারে সম্পূর্ণ জেনে বর্তমান পরিস্থিতি সম্পর্কে ফোন করে জানানো হয় চালকের পরিবারকে। পুলিশও মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য নিয়ম মাফিক যা যা কাজ তা শুরু করেছে।

Developed by