Breaking
19 Dec 2025, Fri

গাঁজার ঠেকে এর প্রতিবাদ করায় প্রতিবাদীর বাড়িতে বোমা মারার অভিযোগ ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে

জেএনএফ ওয়েব ডেস্ক : গাঁজার ঠেকে এর প্রতিবাদ করায় প্রতিবাদীর বাড়িতে বোমা মারার অভিযোগ ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি নদীয়ার শান্তিপুর রাম নগর মাঠপাড়া এলাকার। গতকাল মধ্যরাত্রে ওই বাড়িতে দুটি বোমা মারা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, শান্তিপুর রামনগর মাঠপাড়া এলাকার বাসিন্দা কুষ প্রামানিক সপরিবারে রাতে যখন বাড়িতে ঘুমাচ্ছিলেন তখনই দুষ্কৃতীরা এসে তার বাড়ি লক্ষ্য করে দুটি বোমা ছোড়ে বলে অভিযোগ। তার দাবি তার বাড়ির পেছনে একটি মাঠে অসামাজিক কার্যকলাপ চলে প্রতিদিন সেখানে গাজার আসর বসে। বিগত কিছুদিন আগে সেই ঘটনার প্রতিবাদ করার পর থেকে তাকে হুমকি ও ধারালো অস্ত্র নিয়ে তার পরিবারের ওপর আক্রমণ চালায় ওই দুষ্কৃতীরা। পরবর্তীতে গতকাল মধ্য রাত্রে কয়েকজন দুষ্কৃতী এসে তার বাড়ি লক্ষ্য করে দুটি বোমা ছোড়ে। এরপরই শান্তিপুর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে এবং তদন্ত শুরু করেছে। ঘটনার পর অভিযুক্তরা পলাতক পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে।

ভাই, সোমনাথ প্রামানিক

Developed by