Breaking
16 Dec 2025, Tue

গরু পাচারের পিক আপ ভ্যান গাড়ি আটক করল গ্রামবাসীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : গরু পাচারের পিক আপ ভ্যান গাড়ি আটক করল গ্রামবাসীরা। শুক্রবার রাত সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের সরডিহা গ্রাম পঞ্চায়েতের কটূশোলের জঙ্গল রাস্তায়। বেশ কিছু দিন ধরে এলাকার গরু চুরি হয়ে যাচ্ছিল। সে বিষয়ে কয়েকজন মানিকপাড়া বিট হাউস থানাতে অভিযোগও জানিয়েছিলেন। কিন্তু গরু পাওয়া যায়নি। এদিন গ্রামবাসী ত্রিপতিপ্রসাদ শিট সহ বেশ কয়েকজন ওই রাস্তা দিয়ে রাত্রিতে যাওয়ার সময় দেখেন একটি গাড়িতে করে গরু নিয়ে যাচ্ছে। গাড়ি আটকে জিজ্ঞাসা করলে বৈধ কাগজ দেখাতে পারেননি। তারপর ওই ১২টি গরু সহ গাড়িটিকে মানিকপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Developed by