Breaking
20 Dec 2025, Sat

গভীর রাত্রে বংশিহারি ডিটলহাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ভষ্মিভূত ৫টি দোকান

জেএনএফ ওয়েব ডেস্ক :-গভীর রাত্রে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিহারি ডিটলহাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হলো পরপর 5টি দোকানে। স্থানীয় সূত্রে জানা যায় এই দিন রাত আনুমানিক 12টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা টি ঘটে। গভীর রাত্রে অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অনেকেই প্রথম অবস্থায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। যদিও তা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। এরপরই খবর দেওয়া হয় বুনিয়াদপুর দমকল বাহিনীকে।দমকলের দুটি ইঞ্জিন এর ঘণ্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো পর্যন্ত জানা যায় নি যদিও বাসিন্দাদের অনেকেরই অনুমান শর্ট-সার্কিট জনিত কারণেই এই অগ্নিকাণ্ড ঘটেছে।

Developed by