Breaking
10 Dec 2025, Wed

গদ্দার ও জঙ্গলের কুই্যন সর্বনাশ করেছে, এজন্য আমি ক্ষমা চাইছি : পার্থ চট্টোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
গোপীবল্লভপুরে এসে নাম না করে মুকুল রায়কে ‘গদ্দার’ ও ভারতী ঘোষকে ‘জঙ্গলের কুই্যন’ বলে কটাক্ষ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পার্থ বলেন,’সর্বনাশ করেছে, এজন্য আমি ক্ষমা চাইছি আমরা সময়মতো এদের চিনতে পারিনি। আমাদের দল ও সরকার বিশ্বাস করেছে। এরা যে এত বড় ধাপ্পাবাজ হবে। মানুষের বিরুদ্ধে শোষন করবে, উর্দিপরে গুন্ডাগিরি করবে এটা বুঝতে আমাদের সময় লেগেছে। তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। ভবিষ্যতে ধরনের কাজ আমাদের মধ্য থেকে আবার কেউ না করতে পারে সে ব্যাপারে সর্তক থাকবেন। আমাদের জানাবেন। উর্দি পরে ঠিক করে দিচ্ছে কে কোথায় থাকবে।’

Developed by