Breaking
18 Dec 2025, Thu

গঙ্গাভাঙন বিষয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা

গঙ্গা ভাঙন রোধে জেলাশাসক দপ্তর থেকে শুরু করে সেচ দপ্তর একাধিকবার লিখিত আবেদন করেও কোনো কাজ হয়নি, এবার বাধ্য হয়ে ৩৪  নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। আধাঘণ্টা ধরে টায়ার জ্বালিয়ে চলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ।  নদীয়ার শান্তিপুর থানার ৩৪নম্বর জাতীয় সড়কের ঘটনা। সূত্রের খবর নদীয়া শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চরসরাগর এলাকায় প্রতিবছর বিঘা বিঘা জমি গঙ্গা ভাঙ্গনে গঙ্গাবক্ষে তলিয়ে যায়। শুধু তাই নয় একাধিক বসতবাড়ি ও তলিয়ে গেছে গঙ্গাবক্ষে। রবিবার সকাল থেকেও শুরু হয় গঙ্গা ভাঙ্গন। বিঘা বিঘা জমি তলিয়ে যায় গঙ্গা ভাঙনে।গ্রামবাসীদের অভিযোগ বেশ কয়েক বছর ধরেই রাজ্যের প্রশাসন তথা জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন তারা। কিন্তু লাভের লাভ কিছু হয়নি।সেচ দপ্তর এর তরফ থেকে শুধুমাত্র বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙ্গন রোধ করার চেষ্টা করা হয়। কিন্তু তাও নিমেষে গঙ্গাবক্ষে তলিয়ে যায়। সেই কারণেই এদিন ৩৪নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।তাদের দাবি অবিলম্বে যে সমস্ত পরিবার গঙ্গা ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এর পাশাপাশি গঙ্গা ভাঙ্গন যাতে পাকাপাকিভাবে রোধ করা যায় তার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। প্রায় ৩০ মিনিট ধরে বিক্ষোভ চলার পর অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

Developed by