Breaking
13 Dec 2025, Sat

খড়গপুর আইআইটিতে খুব শীঘ্র চালু হবে ৪০০ বেডের হাসপাতাল জানালেন ডিরেক্টর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : খড়গপুর আইআইটিতে খুব শীঘ্র চালু হবে ৪০০ বেডের হাসপাতাল জানালেন আইআইটির ডিরেক্টর শ্রীমানকুমার ভট্টাচার্য। এদিন আইআইটির ৬৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কৃতি মানুষজনদের সংবর্ধনা দেয় খড়গপুর আইআইটি। তারপর সাংবাদিক সম্মেলন করে আইআইটির ডিরেক্টর শ্রীমানকুমার ভট্টাচার্য বলেন,’ খড়গপুর আইআইটির স্বপ্নের প্রকল্প ডক্টর বিধানচন্দ্র রায় ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স এন্ড রিসার্চ আগামী এক দেড় মাসের মধ্যে চালু হতে চলেছে। এতে ৪০০ বেডের হাসপাতাল চালু হচ্ছে।’ এর ফলে এলাকার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত খুলতে চলেছে।

Developed by