Breaking
20 Dec 2025, Sat

খেলা করতে নেমে জলে ডুবে মৃত্যু হল প্রাথমিক বিদ‍্যালয়ের ছাত্র সোহম মন্ডলের!

জেএনএফ ওয়েব ডেস্ক : পাড়ার সমবয়সীদের সাথে খেলা করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক প্রাথমিক বিদ‍্যালয়ের ছাত্রের।মৃত ছাত্রের নাম সোহম মন্ডল।ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার বিক্রমপুরে। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে খাওয়া-দাওয়া করে অন্যান্য শিশুদের সাথে পাড়ায় বিয়েবাড়ির পাশেই খেলতে যায় সোহম।রাস্তায় খেলা করতে করতে উত্তর পাড়া মসজিদের কাছে ডোবার জলে পড়ে যায় সোহম মণ্ডল নামে আট বছরের শিশুটি।দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর খোঁজাখুঁজি করে কেউ সন্ধান পায়নি শিশুটির। তিন ঘন্টা দীর্ঘ খোঁজাখুঁজির পর শিশুটির দেহ জলে ভেসে ওঠে। খবর দেওয়া হয় বাড়ির লোকজনদের। খবর জানাজানি হতেই প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।বিক্রমপুর স্টেট প্লান্ট প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত শিশুটি। শিশুটির মৃত্যুর আকস্মিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।

Developed by