Breaking
22 Jan 2026, Thu

খুদে পড়ুয়াদের ক্লাস নিলেন বেলপাহাড়ির এসডিপিও শ্রেয়া সরকার

শঙ্কর পাল ,জেএনএফ, বেলপাহাড়ি : বেলপাহাড়ি ব্লকের তামাজুড়িতে পুলিশের উদ্যোগে চলা ‘দিশা অবৈতনিক কোচিং সেন্টারে’ গিয়ে খুদে ছাত্রছাত্রীদের ক্লাস নিলেন বেলপাহাড়ির এসডিপিও শ্রেয়া সরকার। তিনি জিজ্ঞাসা করলেন পড়ুয়াদের ভবিষ্যৎ জীবনের স্বপ্নের কথা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলপাহাড়ী থানার আইসি আশীষ জৈন। অবতৈনিক কোচিং সেন্টারটি পরিচালনা করেন বেলপাহাড়ি থানার পুলিশ কর্মীরা। এদিন ওই কোচিং সেন্টারে গিয়ে পড়ুয়াদের হাতে ব্যাগ-খাতা, কলম সহ শিক্ষাসামগ্রী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় বেলপাহাড়ি থানার পক্ষ থেকে। পুলিশের কাছে উপহার পেয়ে খুশি কোচিং আসা পড়ুয়ারা।

Developed by