Breaking
21 Dec 2025, Sun

খড়গপুর আইআইটির প্রযুক্তি মেলায় অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের ছাত্ররা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- পশ্চিম মেদিনীপুর:- খড়গপুর আইআইটি ক্যাম্পাসে (IIT Kharagpur) আয়োজন করা হয়েছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০১৯ (SIH 2019) এর হার্ডওয়ার এডিশন প্রযুক্তি মেলা।সপ্তাহব্যাপী চলা এই প্রযুক্তি মেলায় অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ সহ দেশের ৭টি রাজ্যের ১৪টি বিশেষ দল।কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল আইআইটি খড়গপুর সহ একসঙ্গে দেশের ১৮টি জায়গায় চলা এই প্রযুক্তি মেলা SIH 2019-এর উদ্বোধন করেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে।পশ্চিমবঙ্গে (West Bengal) আয়োজিত এইপ্রযুক্তিমেলায় এই রাজ্য ছাড়াও অংশ নিচ্ছে আসাম,দিল্লি,হরিয়ানা,মহারাষ্ট্র,তামিলনাড়ু,তেলেঙ্গানাও।

ওই ১৪টি দলে (14 teams) রয়েছে মোট ৯০ জন ছাত্র, যাঁরা এই মেলায় অংশ নিয়ে হাতেকলমে বিভিন্ন প্রযুক্তিগত চ্যালেঞ্জের সামনা করবেন,যার মধ্যে আছে আধুনিক যানবাহন, আধুনিক যোগাযোগব্যবস্থা, আধুনিক নিরাপত্তাব্যবস্থা সহ নানা বিষয়।বিভিন্ন ছাত্রদের উদ্ভাবনী ভাবনা প্রকাশ ঘটবে এই প্রযুক্তি মেলার মধ্যে দিয়ে।

Developed by