Breaking
8 Dec 2025, Mon

ক্যানেলে স্নান করতে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স: ক্যানেলে স্নান করতে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম জ্যোতিরাম হাঁসদা (৫০)। তাঁর বাড়ি কাশিয়া গ্রামে। মঙ্গলবার বিকালে জারালাটা ক্যানেলে স্নান করতে গিয়েছিল জ্যোতিরাম হাঁসদা। তারপর বাড়ি ফিরে না আসায় খোঁজাখুজি শুরু হয়। এদিন ঝাড়াগেড়িয়ার ক্যানেলের কাছে মৃতদেহ ভেসে উঠতে দেখা যায়। পুলিস মৃতদেহ উদ্ধার করেছে।

Developed by