Breaking
8 Dec 2025, Mon

কোভিড বিধি মেনে সুনীল চন্দ্র সাহা স্মৃতি চ্যাম্পিয়ন ও হরেরাম ঝা স্মৃতি রানার্স আপ ফুটবল লীগ কাম নকআউট টুর্নামেন্টের সোমবার শুভ উদ্বোধন হল

জেএনএফ ওয়েব ডেস্ক :-কোভিড বিধি মেনে দর্শক শুন্য ইসলামপুর হাই স্কুলের মাঠে মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুনীল চন্দ্র সাহা স্মৃতি চ্যাম্পিয়ন ও হরেরাম ঝা স্মৃতি রানার্স আপ ফুটবল লীগ কাম নকআউট টুর্নামেন্টের সোমবার শুভ উদ্বোধন হয়। সংস্থার দলীয় পতাকা উত্তোলন করে টুর্নামেন্টের শুভ সূচনা করেন মহকুমা ক্রীড়া সংস্থার সভাপতি সপ্তর্ষি নাগ। এদিনের উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন সংস্থার কার্যকারী সভাপতি দেবাশীষ চক্রবর্তী, সহ সভাপতি সত্যেন দাস, সম্পাদক রাজকুমার পাল সহ সংস্থার কর্মকর্তারা। এছাড়াও এদিন প্রয়াত সুনীল চন্দ্র সাহার বড় ছেলে তপন সাহা এবং প্রয়াত হরেরাম ঝায়ের ছেলে আনন্দ ঝা উপস্থিত ছিলেন। মহকুমা ক্রীড়া সংস্থার ফুটবল লীগ কাম নকআউট টুর্নামেন্টে মহকুমার আটটি দল অংশ নিয়েছে। আদিবাসী স্পোর্টিং ক্লাব বনাম পাগলিগছ নবশক্তি সংঘ এদিনের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল। ৫-২ গোলের ব্যবধানে নবশক্তি সংঘকে পরাজিত করে আদিবাসী স্পোর্টিং ক্লাব। আদিবাসী স্পোর্টিং ক্লাবের পক্ষে অমর কিসকু হ্যাটট্রিক করেন এবং
সঞ্জু হেমরম ও নরেন হেমরম একটি করে গোল করেন। অন্যদিকে নবশক্তি সংঘের রাজু বর্মন ও আয়ুস মন্ডল একটি করে গোল করেন। আগামী কালের খেলায় মুখোমুখি হতে চলেছে অগ্নিবীণা ক্লাব বনাম ইসলামপুর পুলিশ জেলা দল।

Developed by