কোচবিহার ২ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট

জেএনএফ ওয়েব ডেস্ক :-কোচবিহার ২ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং স্থানীয় ক্লাবের সহযোগিতায় একটি ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট হল। খেলাটি অনুষ্ঠিত হয় কোচবিহার ২ নং ব্লক দক্ষিণ আমবাড়ি জুনিয়ার হাইস্কুলের মাঠে।
এদিন ওই খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, জেলা তৃণমূল যুব সভাপতি কমলেশ আধিকারি, আব্দুল জলিল আহমেদ, সহ ক্লাব সদস্য এবং স্থানীয় মানুষেরা।
জানা যায়, কোচবিহার ২ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের প্রচালনায় এই ফুটবল টুর্নামেন্ট। এই খেলায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করবেন। যার মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ছাড়াও দূর- দূরান্ত থেকেও দল অংশগ্রহণ করবে।
এদিন ক্লাব সদস্য উজ্জ্যল রায় জানান, প্রতিবারের ন্যয় এবছরও এই ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। এরআগেও এই ফুটবল টুর্নামেন্ট হয়েছে কিন্তু এই বারই এই টুর্নামেন্ট এত বড় করে করা হচ্ছে।
তিনি আরও বলেন, এই খেলায় মোট ১৬ টি দল একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ছাড়াও আরও অনেক দল রয়েছে এখানে। তিনি আরও বলেন, প্রতিটি খেলায় ম্যান অফ দা ম্যাচ কে পুরস্কার দেওয়া হবে, বেস্ট খেলয়ার অফ দা টুর্নামেন্ট তাকেও পুরস্কার দেওয়া হবে।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

1 year ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

1 year ago