Breaking
17 Dec 2025, Wed

কোচবিহারে রেড ভলেনটিয়ারের কাজে খুশি, উৎসাহ দানে ১০ হাজার টাকা দিলেন এক অবসরপ্রাপ্ত

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রেড ভলেনটিয়ারের পক্ষ থেকে কোচবিহার শহরের করুনাময়ী স্কুল এলাকা জীবাণুমুক্ত করার কাজ করা হয়। তাদের এই সমাজ কল্যাণমূলক কাজে খুশি হয়ে তাদের হাত ১০ হাজার টাকার চেক তুলে দেন এক অবসরপ্রাপ্ত ব্যাক্তি।
করোনা আবহে সরকার প্রানপন চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষের প্রান বাচানোর। কিন্তু সরকারের এই প্রচেষ্টার বাইরে প্রয়োজনের সীমা অসীম। সেই প্রয়োজন মেটাতেই ‘রেড ভোলেনটিয়ার’। দুর্গম গ্রামে রাতের অন্ধকারেও একটা ফোনকলে হাজির এই ‘রেড ভলেনটিয়ার’। শহর গ্রামের বিভিন্ন এলাকা থেকে শুরু করে স্কুল-কলেজ, হাট-বাজার, দোকানপাট প্রত্যেকটা জায়গাতে জীবাণুমুক্ত করতে হাজির ‘রেড ভলেনটিয়ার’। তাই মানুষের ভালোবাসাও কুড়োচ্ছে অফুরন্ত।
এদিন কোচবিহারে করুণাময়ী স্কুলচত্বর জীবাণুমুক্ত করার সময় হয়তো তাদের প্রতি মানুষের ভালবাসার প্রতিফলন ফুটে উঠলো। এক অবসরপ্রাপ্ত ব্যাক্তি তাদের হাতে তুলে দিল ১০ হাজার টাকার চেক। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, সারা রাজ্য জুড়ে ‘রেড ভলেনটিয়ার’ এর ছেলেমেয়েরা যেভাবে উৎসাহ সহকারে কাজ করছে, আমি শুধু তাদের উৎসাহিত করার চেষ্টা করছি। পাশাপাশি তিনি সবাইকে নতুন জেনারেসনের এইসব ছেলেমেয়েদের উৎসাহিত করার বার্তা দেন।

Developed by