Breaking
19 Dec 2025, Fri

কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে স্লেট খোদাই করে ‘প্রতিবাদ’ জানালেন ঝাড়গ্রামের শিল্পী সুবীর বিশ্বাস


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শিল্পীর বড় অস্ত্রই হল তাঁর শিল্পকর্ম। আর সেই শিল্পকর্ম কখনও কখনও হয়ে উঠে প্রতিবাদের ভাষা। বুধবার ঝাড়গ্রামের বিশিষ্ট স্লেট শিল্পী সুবীর বিশ্বাস ওরফে কচি নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই শিল্পকর্মের ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, লাঙলে বিদ্ধ এক কৃষক। তার দু’হাত ও পায় দিয়ে ঝরছে রক্তের ফোঁটা। কিছুক্ষণ আগে পোস্ট হওয়া সেই শিল্পকর্মকে সর্মথন জানিয়ে কুর্নিশ জানিয়েছেন শিল্পী সুবীর বিশ্বাসকে।

Developed by