Breaking
17 Dec 2025, Wed

কীটনাশক খেয়ে মৃত্যু হল এক নাবালিকার, গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে হাসপাতলে চিকিৎসাধীন অপর এক নাবালিকা

জেএনএফ ওয়েব ডেস্ক :- কীটনাশক খেয়ে মৃত্যু হল এক নাবালিকার, গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে হাসপাতলে চিকিৎসাধীন অপর এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ থানার মহেশগঞ্জ পঞ্চায়েতের তিওরখালি এলাকায়। মৃতা নাবালিকার নাম মিনানুর খাতুন বয়স আনুমানিক চোদ্দো বছর। পরিবার সূত্রে জানা যায়। ইদুজ্জোহা উপলক্ষে বুধবার তিওরখালি এলাকায় একাধিক দোকানপাট বসার কারনে উৎসবের মেজাজ তৈরি হয়েছিল এলাকাজুড়ে। যার কারণে এই দিন সন্ধ্যায় মিনানুর ও তাঁর জেড়তুতো বোন টুকটুকি খাতুন বাড়ি থেকে ঘুরতে বেরলে রাতে বাড়ি ফিরতে দেরি হয় তাদের। ফলে উভয়ের অভিভাবকই কমবেশি শাসন করে দুই বোনকে। এরপর বৃহস্পতিবার বিকেলে আলাদা আলাদাভাবে দুই বোনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন পাশাপাশি খবর দেয়া হয় নবদ্বীপ থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ পৌঁছে গুরুতর অসুস্থ অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর মিনানুরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসারত অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ষোল বছর বয়সী বালিকা টুকটুকি খাতুন কে। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঈদের দিন বাড়িতে রাত করে ফিরে অভিভাবকদের শাসনের কারণে অভিমানের বশে কীটনাশক খেয়ে ছিল ওই দুই বোন বলে ধারণা পুলিশ ও দুই নাবালিকার পরিবারের সদস্যদের। এরপর শুক্রবার দুপুরে মৃতা নাবালিকা মিনানুরের দেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ।

Developed by