Breaking
16 Dec 2025, Tue

কালীপুজোর খুঁটি পুজো হল জলপাইগুড়ি যুব ঐক্যের

জেএনএফ ওয়েব ডেস্ক :-কালীপুজোর খুঁটি পুজো হল জলপাইগুড়ি যুব ঐক্যের। দূর্গাপুজো শেষ হতে না হতেই কালীপুজোর খুঁটিপুজো হয়ে গেল জলপাইগুড়িতে । শুক্রবার তৃতীয় বর্ষের খুঁটি পুজো হল যুব ঐক্যের ফনীন্দ্রদেব ইনস্টিটিউট প্রাঙ্গণে । এবারে করোনা আবহে কালীপুজোর থিম লকডাউন ।১০লক্ষ টাকা আনুমানিক বাজেট রাখা হয়েছে বলে উদ্যোক্তারা জানান। যুব ঐক্যের সভাপতি সৈকত চাট‍্যাজি বলেন গতবার দুইবছর থেকে  শুরু হয়েছে এই পুজোর। এবারে কালীপূজো সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সরকারি নির্দেশিকা মেনে পূজো অনুষ্ঠিত হবে ফনীন্দ্রদেব বিদ‍্যালয় প্রাঙ্গণে।

Developed by