Breaking
22 Jan 2026, Thu

কালিপদকে জেতাতে প্রচারে মহিলা তৃণমূল কংগ্রেস

সুদীপ্ত মিত্র ,জেএনএফ, ঝাড়গ্রাম: মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালিপদ সরেনের সমর্থনে প্রচার করল ঝাড়গ্রাম মহিলা তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পৌরসভার পৌরমাতা কবিতা ঘোষ, ঝাড়গ্রাম তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন মুখার্জি, শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কেয়া আচার্য এছাড়াও অন্যান্য নেতৃত্বরা। এদিন ঝাড়্গ্রাম পৌরসভার ৯ নং ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের প্রচার করার ঘোষণা করতেই ঝাড়গ্রাম মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ঝাঁপিয়ে পড়েন প্রচারে। মূলত রাজ্য সরকারের সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলিকে সামনে রেখে প্রচার করা হয়। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ওপর জোর দিয়ে প্রচার করেন মহিলা তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম পৌরসভার পৌর মাতা কবিতা ঘোষ বলেন আমরা বাড়ি বাড়ি প্রচার করছি এবং সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি।সাধারণ মানুষ বলছেন আমরা দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো।

Developed by