Breaking
12 Dec 2025, Fri

কান্তিভিটা উড়ালপুলে গর্ত ও ফাটল,আতঙ্কিত সাধারণ মানুষ

জেএনএফ ওয়েব ডেস্ক :-শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের কান্তিভিটা উড়ালপুলে গর্ত ও ফাটল। আতঙ্কি সাধারণ মানুষ। জানা গিয়েছে যে স্থানীয়রা প্রথমে কান্তিভিটা উড়ালপুলে গর্ত ও ফাটল দেখতে পান। এই দেখে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদি স্থানীয়দের অভিযোগ যে নিম্ন মানের জিনিসপত্র দিয়ে উড়ালপুলটি তৈরি করেছে। যার ফলেই গর্ত ও ফাটল ধরেছে উড়ালপুলটিতে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন আমরা এখন সকলেই আতঙ্কের মধ্যে আছি। কারণ উড়ালপুলের নিচ দিয়ে সব সময় যাতায়াত করতে হয়। বিকালে সকলে মিলে বসেও থাকি। যেভাবে ফাটল ধরেছে যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ২০১৯ সালে ঘোষপুকুর থেকে সলসলাবাড়ি পর্যন্ত ইস্ট ওয়েস্ট করিডরের সংযােগরক্ষাকারী ৩১ ডি জাতীয় সড়ক নির্মাণ হচ্ছিল। ঠিক সেই সময় এই কান্তিভিটা উড়ালপুলের কয়েকটি গার্টার ভেঙে পড়েছিল। কিন্তু তা সত্ত্বেও কর্তৃপক্ষ শিক্ষা নেয়নি বলেই মাত্র তিন বছরের মধ্যেই উড়ালপুলে মধ্যেই উড়ালপুলে গর্ত ও ফাটল তৈরি হয়েছে। এমনকি ওই গর্তের ভিতরের লােহার রড বাইরে বেরিয়ে এসেছে। এর পাশাপাশি ওই উড়ালপুলের নীচেই কান্তিভিটা রেলগেট। এই রেললাইন দিয়ে প্রতিনিয়ত যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন যাতায়াত করে। অপরদিকে এই ঘটনার খবর পয়েই নির্মীয়মান সংস্থা ঘটনাস্থলে ছুটে যায়। এবং সোমবার রাত থেকেই এক পাশের রাস্তা বন্ধ করে মেরামতির কাজ শুরু করে।

Developed by